সংবাদ ডেস্ক ::  দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে দেশের সব ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা গাইডলাইন্সের কোড অব কন্ডাক্ট অনুযায়ী চলতে হবে। এর আগে সব ব্যাংককে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য নিজস্ব কোড অব কন্ডাক্ট প্রণয়ন করতে হবে। সোমবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

প্রত্যেক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ‘চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা গাইডলাইন্সের আলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য কোড অব কন্ডাক্ট প্রণয়ন করতে হবে।’

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আগামী ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংকগুলোর দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে উক্ত কোড অব কন্ডাক্ট যথাযথভাবে অনুসরণ/পরিপালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হলো।’

এ প্রসঙ্গে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রূপকল্প ২০২১’ অনুযায়ী একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে। ব্যাংক ও আর্থিক খাতে এই শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে ব্যাংকগুলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য কোড অব কন্ডাক্ট মেনে চলতে হবে। এটি প্রণয়নের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, শুদ্ধাচারের সংস্কৃতি প্রতিষ্ঠা ও অনুসরণের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সততা, নৈতিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।’

প্রসঙ্গত, দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংক কোড অব কন্ডাক্ট ফর ব্যাংকস অ্যান্ড নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নামে একটি গাইডলাইন তৈরি করা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here