সংবাদ ডেস্ক : গোয়াইনঘাটের মানাউড়া পূর্বপাড়া গ্রামের মো. রাসেল নামের এক কিশোরকে নির্যাতনের ঘটনার ‘মূলহোতা’ ইসবর আলীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পূর্ব মানাউড়া গ্রাম থেকে গোয়াইনঘাট থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে, ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার(উত্তর) আবুল হাসনাত খানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

জানা যায়, গত ২৯ অক্টোবর গোয়াইনঘাট উপজেলার মানাউড়া পূর্বপাড়া গ্রামে মৃত ইয়াছিন আলীর ছেলে রাসেলকে চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে নির্যাতনকারীরা। বিষয়টি ধামাচাপা দিতে রাসেলকে মাদক বিক্রেতা সাজিয়ে পুলিশের সহায়তায় দেয়া হয় মাদক মামলা। পরে ওই কিশোরকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তোলপাড়। খোঁজ নিতে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার ওই নির্যাতনের ঘটনায় ‘মূলহোতা’ বৃদ্ধ ইসবর আলীকে আটক করে পুলিশ। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার আবু হাসনাত খানকে প্রধান করে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন সহকারি পুলিশ সুপার নুরুল আবছার খান ও ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক সৈয়দ সফিকুল ইসলাম মুকুল।

কমিটি তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here