সংবাদ ডেস্ক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতির ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রলীগ।
রোববার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের ভারপ্রাপপ্ত সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইমরান খান, সহ-সভাপতি তরিকুল ইসলাম ও মোস্তাকিম আহমেদ প্রমুখ।
এর আগে শনিবার এ স্বীকৃতি উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ মিছিল করে শাবি শাখা ছাত্রলীগ।