অর্থনৈতিক উন্নতির জন্য ব্যবসা অপরিহার্য : চেম্বারের সভাপতি

সংবাদ রিপোর্ট :: নগরীর উপশহ পয়েন্টে রোজভিউ কমপ্লেক্স নিচ তলায় বিশ্ব বিখ্যাত মোবাইল ফোন ‘শাওমি’র শো রুম উদ্বোধন হয়েছে। আজ রোববার বিকেলে শো রুমের উদ্বোধন করেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ। প্রধান অতিথির বক্তব্য চেম্বার সভাপতি বলেন, অর্থনৈতিক উন্নতির জন্য ব্যবসা অপরিহার্য। ব্যবসায় ব্যক্তির সাথে সাথে সমাজ ও রাষ্ট্রের উন্নতি হয়। এছাড়া সৎ ব্যবসায়ীদের জন্য পরোকালের জন্যও সুসংবাদ রয়েছে। তিনি বলেন, মোবাইল ফোন এখন মানুষের প্রধান অনুসঙ্গ। ব্যক্তিগত থেকে শুরু করে ব্যবসা সকল কাজে মোবাইলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক হুমায়ুন আহমদ, লতিফ ট্রেভেলস এর পরিচালক জহিরুল কবির চৌধুরী সিরু। উদ্বোধন উপলক্ষে এক টাকার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে এক টাকার বিনিময়ে গ্রাহকদের শাওমির বিভিন্ন এক্সোসরিজ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শো রুমের স্বত্ত্বাধিকারী শাহ মোহাম্মদ ফজলুল কাদের সিদ্দিকী ও শাহ মোহাম্মদ বজলুর রশিদ সিদ্দিকী,শাওমি‌‌‌,র সিলেটের রিজিওনাল সেলস্ ম্যানেজার দীন ইসলাম রানা, টেরিটরি সেলস্ ম্যানেজার ইলিয়াস চৌধুরী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here