সংবাদ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যানন দুই দিনের সফরে রোববার ঢাকা আসছেন। তার এই সফরে দ্বি-পাক্ষিক ও আঞ্চলিক বিষয় বিশেষ করে রোহিঙ্গা সংকট প্রাধান্য পাবে।
শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রেস শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ৫ ও ৬ নভেম্বর ঢাকায় অবস্থানের সময় শ্যানন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্ব সংলাপে সহ-নেতৃত্ব দেবেন।
এছাড়া সরকারি ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক বিষয় ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।