স্পোর্টস ডেস্ক :: প্রথমবারের মতো বিপিএল উন্মাদনা শুরু হয়ে গেল সিলেটে। শনিবার (০৪ নভেম্বর) বিপিএলের ৫ম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি নতুন ও স্বাগতিক দল সিলেট সিক্সার্স এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।
সবুজ নিস্বর্গের বুকে অবস্থান সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়িয়েছে প্রথম ম্যাচটি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের দলপতি নাসির হোসেন। এবারের আসরে সাত দল লড়বে মোট ৪৬টি ম্যাচে।
একই দিনে মাঠে নামবে গতবারের রানার্সআপ রাজশাহী কিংসও। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের বিপক্ষে তাদের লড়াই সন্ধ্যা ৭টায়।
জমকালো উদ্বোধন না হলেও বিপিএল উদ্বোধনে নিজস্ব কিছু আয়োজনের উদ্যোগ নিয়েছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। বিসিবির পরিচালক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম নাদেল বাংলানিউজকে জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি, বিসিবির পরিচালক নাজমুল হাসান পাপন উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠান হবে প্রথম ও দ্বিতীয় ম্যাচের মাঝামাঝি সময়ে।
… [Trackback]
[…] Info on that Topic: dailyshongbad.com/2017/11/04/টস-জিতে-ফিল্ডিংয়ের-সিদ্ধ/ […]