খালেদ মুহিউদ্দিনের উপস্থাপনায় ইন্ডিপেনডেন্ট টিভির ‘আজকের বাংলাদেশ’ টকশোতে গত ২৫শে সেপ্টেম্বর অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
উক্ত টকশো থেকে চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হল,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, আমি ইকবাল ভাইয়ের সাথে একমত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হত্যা প্রচেষ্টা হচ্ছে এটা চিরন্তনকালীন সত্য। আরো ভবিষ্যতে ১০/৫০ বছর যেন এটা সত্য থাকে। কিন্তু এসএসএফ জড়িত এমন সংবাদ তো আগে কোন দিন প্রচারিত হয় নাই। এজন্য এটা বিশেষ সংবাদ। রাষ্ট্রের সবচেয়ে বড় নিরাপত্তা বাহিনীকে জড়িয়ে যখন আপনি একটা সংবাদ প্রচার করবেন তখন কি পরিমাণ দায়িত্বশীল হতে হয় সেই নলেজ-কমনসেন্স আপনার নাই?
প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা নিয়ে নয়াদিগন্ত যদি এমন নিউজ করতো আপনি তখন কি করতেন বা কি বলতেন? ইকবাল সোবহানকে এমন প্রশ্ন ছুড়ে . আসিফ নজরুল বলেন, আপনি ধরেন যারা নিউজটি করেছে তাদের আপনি চিনেন, জানেন, তাদের গুডউইল সম্পর্কে ভালো ধারনা আছে। এই একই নিউজ যদি নয়াদিগন্ত করতো আপনি কি বলতেন? ইকবাল ভাই এই একই নিউজ যদি নয়াদিগন্ত করতো আপনি কি করতেন? বা কি বলতেন? এমন বলতেন যে ওরা গুড ফেইতে করেছে? ওটা কোন ষড়যন্ত্রমূলক ছিল না?
এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, এখানে প্রশ্ন হল, সেদিন যারা যারা এই নিউজটি দিয়েছেন, এখন প্রশ্ন হল নয়াদিগন্তে যদি এ নিউজ হত তাহলে সেখানে অবশ্যই একটা সন্দেহ বা মোটিভ আমরা খুজে পেতাম। কারণ নয়াদিগন্তের প্রমাণই হচ্ছে, নয়াদিগন্ত বলেন, দিনকাল বলেন বা সংগ্রাম বলেন সেগুলোর বর্তমান সরকার সম্পর্কে তাদের এক ধরণের পলিসি আছে। বহু সংবাদ প্রকাশিত হয়েছে ছবি সহ এমনও আছে।
আসিফ নজরুল বলেন, আমি শুধু নয়াদিগন্তের কথা বলেছি। আপনি বলছেন নয়াদিগন্ত হলে সন্দেহ করতেন। কেন? বলেনতো আজ পর্যন্ত নয়াদিগন্ত কোন অপ-সাংবাদিকতা করেছে?
এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, তিনি বার বার বলার চেষ্টা করছেন এসএসএফ, নিউজটার মধ্যে আছে যে এসএসএফ আরেকদল এটাকে প্রতিহত করেছে, এটার মধ্যে মিসগ্যাপ আছে ইকবাল সোবহানের এমন প্রশ্নের উত্তরে আসিফ নজরুল বলেন, আমি একটা নিউজ করলাম সালমান এফ রহমানের ইন্ডিপেনডেন্ট টিভিতে উনার একদল সাংবাদিক উনার বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ করেছে আরেক দল সাংবাদিক ওই বিক্ষোভটাকে প্রশমিত করেছে। এটা কি নিউজ হল? এটা আপনাদের সাংবাদিকদের জন্য ডেমিজিং হল নাকি বলবো আরে আরেক দল তো প্রতিবাদ করেছে। ভালো করেছে। ইকবাল ভাই বার বার বলার চেষ্টা করছেন এসএসএফ এর আরেকটা অংশ এটা প্রতিহত করেছে, এই নিউজটা গেছে। আমি মনে করি এসএসএফ এবং আর্মির মধ্যে অবিশ্বাস বিতর্ক তৈরি হয় এ সমস্ত নিউজে।
Excelldnt blog right here! Additionalply yohr web sote raqther a lot uup fast!
Whhat web host aree yoou tthe usaqge of? Cann
I get ylur affiiate link iin youir host? I wish my wesite loaaded uup as fsst as
yours lol
I absolutely love your bog and find almlst aall off your post’s to be precijsely
wht I’m looking for. Do youu offsr gueswt writrers tto write cohtent tto suit your needs?
I wouldn’t mind publishing a popst or elaborating oon mokst of the subjects you writre in relatio
too here. Again, awesome wweb site!
… [Trackback]
[…] Read More on that Topic: dailyshongbad.com/2017/10/30/প্রধানমন্ত্রীকে-হত্যাচে/ […]