এবারও তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোই হচ্ছেন ফিফার ‘দ্য বেস্ট’? না, আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি ফিফার সেরা হতে যাওয়া কারও নামই। সেটা করা হবে আজ রাতে, লন্ডনে। তবে স্প্যানিশ দৈনিক মার্কা বিশ্বস্ত সূত্রের কাছ থেকে জেনে এরই মধ্যে লিখে দিয়েছে, রোনালদোই হচ্ছেন টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড়।

১৯৯১ সাল থেকেই নিয়মিতভাবে বর্ষসেরা ফুটবলার পুরস্কার দিয়ে আসছিল ফিফা। ২০১০ সাল থেকে ফ্রান্স ফুটবল-এর ব্যালন ডি’অরের সঙ্গে মিলে একীভূত হয়ে সেটির নাম হয়ে যায় ফিফা-ব্যালন ডি’অর। ছয় বছর একসঙ্গে পথচলার পর গত বছর আবার আলাদা হয়ে যায় ফিফা আর ফ্রান্স ফুটবল। কিছু পরিবর্তন এনে ব্যালন ডি’অর দেওয়া হচ্ছে আগের মতোই। আঙ্গিকে বেশ পরিবর্তন এনে ফিফার পুরস্কারটা গত বছর যাত্রা শুরু করেছে ‘দ্য বেস্ট’ নামে নতুনভাবে। প্রথমবারই সেরা হয়েছেন রোনালদো।

এবারও রোনালদোই সেরার স্বীকৃতি পাচ্ছেন-এটা অবশ্য চমকে যাওয়ার মতো কোনো খবর নয়। অন্য কিছু হলে সেটাই বরং বিস্ময়কর হবে। রোনালদোকে আসল ট্রফিটা দিয়ে রেখে অন্য পুরস্কারগুলো কারা পান, সেটা দেখার আগ্রহই এবার বেশি।
সেরা পুরুষ খেলোয়াড় ছাড়াও দেওয়া হবে সেরা নারী খেলোয়াড়, পুরুষ ও নারী দলের সেরা কোচ, সেরা গোলরক্ষক, সেরা গোল এবং সেরা সমর্থকের পুরস্কার। ঘোষণা করা হবে ফিফপ্রো বর্ষসেরা একাদশও। মার্কার দাবি, পুরুষ দলের সেরা কোচের পুরস্কারটাও যাচ্ছে রিয়াল মাদ্রিদে। অর্থাৎ সেটি পাচ্ছেন জিনেদিন জিদান। বর্ষসেরা একাদশেও নাকি সবচেয়ে বেশি পাঁচজন রিয়ালের-সার্জিও রামোস, মার্সেলো, টনি ক্রুস, লুকা মডরিচ ও রোনালদো। দেখা যাক, কতটা সত্যি হয় মার্কার বিশ্বস্ত সূত্রের খবর।

ঐতিহ্যবাহী লন্ডন প্যালেডিয়ামের ব্লুমসবুরি বলরুমে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১১টায় শুরু হবে মূল অনুষ্ঠান। উপস্থাপনা করবেন হলিউডের বিখ্যাত অভিনেতা ইদ্রিস এলবা এবং ইংলিশ মডেল লায়লা-আনা লি। থাকছে বিখ্যাত ইংলিশ রক ব্যান্ড কাসাবিয়ানের পারফরম্যান্স। তবে বাংলাদেশ থেকে টেলিভিশনে এর কিছুই দেখার উপায় নেই।
দেখার সুযোগ অবশ্য থাকছে। পুরো অনুষ্ঠানটাই সরাসরি সম্প্রচার করা হবে ফিফার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে। তথ্যসূত্র: মার্কা ও ফিফাডটকম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here