পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা। আজ সোমবার শারজায় ৫ম ও শেষ একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে পরাজিত করেছে পাকিস্তান। এর ফলে পাকিস্তান সিরিজটিতে জয়ী হলো ৫-০-এ। আজ শ্রীলঙ্কা এক বছরের মধ্যে তৃতীয় দফা হোয়াইটওয়াশ হলো।
শ্রীলঙ্কাকে ১০৩ রানে অল আউট করার মধ্যেই পাকিস্তানের জয় নিশ্চিত হয়ে ছিল। পরে মনে হয়েছিল পাকিস্তান ১০ উইকেটেই জয়ী হতে যাচ্ছে। ইমাম-উল-হক এবং ফকর জামান পাকিস্তানকে সেই দিকেই নিয়ে যাচ্ছিলেন। তবে ফকর ৪৮ রানে আউট হলে পাকিস্তান তা পারেনি। ইমাম এবং ফাহিম আশরাফ বাকি কাজ সম্পন্ন করেন।