ওস্তাদ নোমান আলী খানের দাওয়াতে লক্ষ লক্ষ যুবক কোরানের আলো পেয়েছে। লক্ষ লক্ষ যুবক আমেরিকার মত দেশে ইসলামের ছায়াতলে এসেছে। কত উন্নত মানের একজন দায়ী তিনি। কোন স্কলার এর বিরুদ্ধে কথা বলা তিনি পছন্দ করেন না। শুধু পজেটিভ দাওয়াত দেন তিনি। এই আলেম কত মারাত্মক ভাবে আক্রমণ করে ওনাকে জাহেল এবং গোমরা বানিয়ে দিল! ওনার দাওয়াতি কাজকে তিনি মদের সাথে তুলনা করলেন। আস্তাগফিরুল্লাহ।

আমির হামজা ও সহিহ আক্বিদার লোক নয়। মানে বাতিল আক্বিদা, গোমরা।আমির হামজা ছোটখাটো মউলোভী। এলেমের গভীরতা নেই। সে গোমরা। কারন সে ডাঃ মতিউর রহমান সাহেবের ওখানে গিয়ে ওর গুনগান করেছে।ডাঃ মতিউর রহমান, যিনি কুরান রিসার্চ ফাউন্ডেশন করেছেন, বাংলাদেশে উনিও জাহেল গোমরা।এ রকমের অনেক বক্তা বেরিয়েছে, এরা কেউ সহিহ আক্বিদা নয়।বড়ই আফসুস এবং চিন্তার বিষয় যে এরা শেষ পর্যন্ত এ দেশে কি অবস্থা সৃষ্টি করে। এটা কোন দায়ীর গুন হতে পারে?

আল্লাহ তুমি আমাদের এ সব ফেত্না থেকে রক্ষা করো। আমিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here