তিন সন্তানের মাকে নিয়ে ইদ্রিস আলী নামে এক সেচ্ছাসেবক লীগ নেতা উধাও হয়েছেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মাসুদের স্ত্রী অর্জিনা খাতুনকে (৩৮) নিয়ে বুধবার তিনি অজানার উদ্দেশ্যে পাড়ি জমান।নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইদ্রিস আলী ঝিনাইদহ সদর উপজেলার খড়াশুনী (নওদাপাড়া) গ্রামের ইচাহাক মুন্সীর ছেলে। এদিকে নাবালক তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন মাসুদ। তিন সন্তান মাসুরা, মুন্না ও মান্না সর্বক্ষণ মায়ের জন্য কান্নাকাটি করছে।
অর্জিনা খাতুনের স্বামী মাসুদ অভিযোগ করেন, লম্পট ইদ্রিস আলীকে নিয়ে এলাকায় একাধিকবার নারী ঘটিত বিচার সালিশ হয়েছে। তারপরও সে নারী মোহ থেকে বিরত থাকেনি। ধর্ম মা পাতিয়ে ইদ্রিস আলী অনেক নারীকে শ্লীলতাহানী করেছে বলেও অভিযোগ রয়েছে। এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে ইদ্রিস আলী একের পর এক অপকর্ম ঘটিয়ে গেলেও তার বিরুদ্ধে কেউ টু-শব্দ করতে পারে না।এ বিষয়ে বুধবার দুপুরে নলডাঙ্গা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মানিক শেখ জানান, অর্জিনা খাতুনের স্বামী মাসুদ একটি অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ তিনি তার স্ত্রীকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন। আমরা সেটি তদন্ত করে ব্যবস্থা নেব।