ফিফার বর্ষসেরা পুরুষ কোচ হিসেবে পুরস্কার পেলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।মঙ্গলবার রাতে ঐতিহ্যবাহী লন্ডন প্যালেডিয়ামের ব্লুমসবুরি বলরুমে ঘোষণা করা হয় ফিফার বর্ষসেরা পুরস্কারজয়ীদের নাম।পুরো বছরজুড়ে তার ক্লাব রিয়াল মাদ্রিদ দুর্দান্ত পারফর্ম করায় এবার সেরা কোচের পুরস্কার পেলেন সাবেক এ ফরাসি ফুটবলার।বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হয় মূল অনুষ্ঠান। উপস্থাপনা করেন হলিউডের বিখ্যাত অভিনেতা ইদ্রিস এলবা এবং ইংলিশ মডেল লায়লা-আনা লি।
পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ফিফার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে।