গোলাপগঞ্জ প্রতিনিধিঃ নাম্বার ভুলে বিকাশের মাধ্যমে পাওয়া ৪০ হাজর টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিয়েছেন গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী মার্জিয়া ও মার্জান ভেরাইটিজ স্টোর স্বত্তাধীকারী জাকির হোসেন বাবুল। কুমিল্লা জেলার হোমনা থানার এক ব্যবসায়ী ভুল করে বিকাশের মাধ্যমে তার নাম্বারে ৪০ হাজর টাকা পাঠিয়ে দেয়।
জানা যায়, গত বুধবার হঠাৎ করে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বাবুল এর পারসোনাল বিকাশ নাম্বারে চলে আসে ৪০ হাজার টাকা । তিনি যে নাম্বার থেকে টাকা এসেছে সে নাম্বার কল দেন । জবাবে ফোন রিসিভ করে তিনি কুমিল্লার হোমনা থানার ইসমাইল টেলিকমের মালিক মোহাম্মদ ইসমাইল ব্যবসায়ী বলে পরিচয় দেন এবং বলেন ভুলবসত আমার ব্যবসায়িক বিকাশ নাম্বার থেকে আপনার পারসোনাল বিকাশ নাম্বারে ৪০ হাজার টাকা চলে গেছে । ব্যবসায়ী জাকির হোসেন বাবুল গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর এর সহযোগিতায় যাচাই-বাছাই করে প্রকৃত মালিক ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইলের কাছে বিকাশের মাধ্যমে টাকা ফেরত দেন । এসময় টাকা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন কুমিল্লার হোমনা উপজেলার ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল । এসময় তিনি ব্যবসায়ী জাকির হোসেন বাবুল কে ধন্যবাদ জানান।