সংবাদ ডেস্ক :

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে আরও ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২২ জুলাই) ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে তাদের করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, সিলেট জেলার ৫৬ জন, হবিগঞ্জের ১২ জন, সুনামগঞ্জের ৫ জন এবং মৌলভীবাজারের ৬ জন।

ওসমানীর ল্যাবে নতুন শনাক্ত ৭৫ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১২১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৭৬৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৪৯, হবিগঞ্জে ১ হাজার ১০৩ এবং মৌলভীবাজারে ৯০৪ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে সুস্থ রোগী সংখ্যা। গত ২৭ এপ্রিল বিভাগে প্রথম সুনামগঞ্জে দুই রোগী করোনাভাইরাস জয় করে বাড়ি ফেরেন। এরপর প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলার রোগীরা করোনা জয় করে বাড়ি ফিরছেন।

সবশেষ বুধবার (২২ জুলাই) দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগের ২ হাজার ৯০১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৯৪১, সুনামগঞ্জে ৯৯৬, হবিগঞ্জে ৫০৬, মৌলভীবাজারে ৪৫৮ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

আর সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৪ জন। এরমধ্যে সিলেটে ৯১ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারের ১০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here