গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জের কৃতি সন্তান সাবেক প্রধান বিচারপ্রতি মাহমুদুল আমিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী রিংকু।
এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী ছিলেন গোলাপগঞ্জ, সিলেট তথা বাংলাদেশের গর্ব। বিচার বিভাগের সর্বোচ্চ আসনে তিনি অধিষ্ঠিত হয়ে দেশের সেবা করে গেছেন। বরেণ্য এই শ্রেষ্ঠ সন্তানের ইন্তেকালে গোলাপগঞ্জবাসী শোকাহত । তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী রোববার ২২ ডিসেম্বর ঢাকায় ইন্তেকাল করেন। তিনি গোলাপগঞ্জ উপজেলার রণকেলী দক্ষিণভাগ গ্রামের আব্দুল গফুর চৌধুরীর পুত্র। সোমবার ২৩ ডিসেম্বর বাদ এশা হযরত শাহজালাল(রহ.) দরগাহ মসজিদে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।