গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপ্রতি মাহমুদুল আমিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব। এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী ছিলেন রত্নগর্ভা গোলাপগঞ্জের এক সূর্য সন্তান। সিলেট তথা বাংলাদেশের গর্ব। বিচার বিভাগের সর্বোচ্চ আসনে তিনি অধিষ্ঠিত হয়ে দেশের সেবা করে গেছেন। বরেণ্য এই শ্রেষ্ঠ সন্তানের ইন্তেকালে গোলাপগঞ্জবাসী শোকাহত ।
তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক প্রকাশ করেছেন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহসভাপতি রতন মনি চন্দ, সহসভাপতি আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সহসাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, দপ্তর সদ্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।
উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী রোববার ২২ ডিসেম্বর ঢাকায় ইন্তেকাল করেন। তিনি গোলাপগঞ্জ উপজেলার রণকেলী দক্ষিণভাগ গ্রামের আব্দুল গফুর চৌধুরীর পুত্র। সোমবার ২৩ ডিসেম্বর বাদ এশা হযরত শাহজালাল(রহ.) দরগাহ মসজিদে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।