সংবাদ ডেস্ক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া-সাদিপুর-তেলিকোনা এলজিইডি সড়কের আটপাড়া হাই স্কুলের কাছে একটি সেতুর মাঝ অংশের ঢালাই ধসে পড়ায় সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জগন্নাথপুর উপজেলা ও দিরাই উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামের জনসাধারণ এবং শিক্ষার্থীরা যাতায়াত সমস্যায় চরম দুর্ভোগে পড়েছেন।
শুক্রবার ভোররাতে ওই সড়কের সেতুটির মাঝ অংশের অধিকাংশ স্থানের ঢালাই ভেঙে নিচে পড়ে যায়। সড়কদিয়ে সকল প্রকার যান বাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। যাতায়াতকারী লোকজন সড়কের পাশদিয়ে ধানি জমির উপর দিয়ে পাঁয়ে হেটে চলাচল করছেন। স্থানীয়রা জানান, র্দীঘ কয়েক বছর আগে জেলা পরিষদের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়। এলজিইডি অধিদপ্তর কর্তৃক সড়ক পাকাকরণ হওয়ার পর ভারী যানবাহন চলাচলের কারণে সেতুটি দূর্বল হয়ে পড়ে। কিছু দিন আগে সেতুটির মাঝ অংশে ফাটল দেখা দেয় , ক্রমান্বয়ে সেতুটির ঢালাই অংশ খসে পড়তে থাকে। শেষমেষ শুক্রবার ভোর রাতে সেতুর মাঝ অংশের পুরো ঢালাই ধ্বসে পড়ে যায়।
ইউপি সদস্য আব্দুল হাসিম জানান, কলকলিয়া-সাদিপুর-তেলিকোনা সড়ক দিয়ে প্রতিদিন শতশত যানবাহন কলকলিয়া ইউনিয়নের আটপাড়া, বালিকান্দি, সাঙ্গিয়ারগাঁও, গলাখাই, সাদিপুর, কাদিপুর, মোল্লারগাঁও, জগদ্বীশপুর, শ্রীধরপাশা, কামারখাল, তেলিকোণা,কান্দারগাঁও, নোয়াগাঁও গ্রাম সহ পাশর্^বর্তী দিরাই উপজেলা মিলে প্রায় অর্ধ শতাধিক গ্রামের জনসাধারণ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। উপজেলা ও জেলা সদরের সাথে ওই গ্রামগুলোর সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, সেতুটি পূর্ণ নির্মাণের জন্য জরুরি ভিত্তিত্বে দরপত্র আহবানের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করা হয়েছে।