বিশেষ প্রতিবেদন :: পৌষের শেষ দশকে এসে শীতের দাপট বেড়েছে উত্তরের জেলাগুলোতে। তীব্র শৈত্যপ্রবাহ আর হিমেল হাওয়ায় মানুষ জবুথবু হয়ে পড়েছে। শীত আর কাঁচের মতো স্বচ্ছ ঘন কুয়াশার বিন্দুগুলো ভর করেছে সবুজ প্রকৃতিতে। গত দু’দিনের ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে সিলেট নগরীরও এর আশপাশ এলাকা ।
ঘন কুয়াশার কারণে মঙ্গলবার ভোর থেকে পথপ্রাপ্তর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। দু চোখ যেদিকে যায় সেদিকে কুয়াশা ছাড়া আর কিছু দেখা যায়নি।
তীব্র ঠাণ্ডায় সাধারণ মানুষকে জুবুথুবু হয়ে পড়েছে। মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। মানুষের মতো গবাদি পশুর অবস্থাও বেহাল। শীত থেকে রক্ষার জন্য এসব গবাদি পশুর মালিকরা গায়ে চট দিয়েছেন। এদিকে সকাল নয়টার দিকে সূর্যকে উঁকি দিতে দেখা গেছে।
মেছের আলী নামে এক ব্যবসায়ী জানান, নভেম্বর থেকে শীত পড়লেও এতোদিন তাদের ব্যবসা জমেনি। অবশেষে জানুয়ারি মাসে এসে ব্যবসা জমে উঠেছে। তিনি আরও জানান, এখন ক্রেতার সঙ্গে সঙ্গে বেচাকেনাও বেড়েছে।
শীত বাড়ায় বিক্রেতারা গরম কাপড়ের দাম বাড়িয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। সাথী আহমেদ নামে একজন শিক্ষিকা জানান, আমি সোমবার ভাতিজার জন্য গরম কাপড় কিনতে শহরের বড়মাঠ ফুটপাতে আসি। কিন্তু যে কাপড় এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৫০ টাকায় এখন তার দাম চাওয়া হচ্ছে দেড়শ টাকা।