সংবাদ ডেস্ক :: সিলেটের কানাইঘাট থেকে বিপুল পরিমাণ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ তিন নাশকতাকারীকে আটক করেছে র‍্যাব। রবিবার (৭ জানুয়ারি) বিকালে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে কানাইঘাটের সুরাইঘাট বাজারের হোসেন আহমদের বাড়ি থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করে।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে সিলেট র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মাইন উদ্দিন এসব তথ্য জানান।

আটককৃতরা হচ্ছে- কানাইঘাটের হালাবাদি গ্রামের এতিম আলীর ছেলে ইব্রাহীম (৪০), একই উপজেলার সোনারতন গ্রামের কাহির মিয়ার ছেলে আশিক (১৯) ও হরজাইল মিয়ার ছেলে রায়হান (২০)।

সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মাইন উদ্দিন জানান, আটককৃতদের কাছ থেকে কাগজে মোড়ানো ৩০০ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল এবং ৩০০ পিস  ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। এসব বিস্ফোরক ১০টি একই সঙ্গে ব্যবহার করে ২-৩ তলা একটি স্থাপনা গুড়িয়ে দেওয়া সম্ভব।

তিনি আরও জানান, আটককৃতদের কানাইঘাট থানায় হস্তান্তর করার পর মামলা দায়ের করা হবে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here