সংবাদ ডেস্ক ::  হবিগঞ্জে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিনদিন ব্যাপী ইজতেমা। শনিবার দুপুর সোয়া ১২টায় শহরের মোহনপুর এলাকার মাঠে আখেরী মোনাজাত পরিচালনা করেন হবিগঞ্জের বিশিষ্ট মাওলানা হাফেজ তাফাজ্জুল হক।মোনাজাতে হবিগঞ্জ ৩ আসনের এমপি আবু জাহির, পৌর সভার মেয়র জিকে গউছসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত লাখো মুসল্লি অংশগ্রহণ করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, ইজতেমাকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তার দায়িত্ব ছিল। সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে চারটি দল। এছাড়াও অসংখ্য মোবাইল টিম এবং সিভিল পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে ইজতেমার মাঠে।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী জানান, ইজতেমার মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ছয়টি মেডিকেল টিম কাজ করেছে। প্রতিটি মেডিকেল টিমে একজন আবাসিক মেডিকেল অফিসারসহ ছয়জন করে স্বাস্থ্য সহকারী ছিল। মেডিকেল টিমগুলো ২৪ ঘণ্টা ভাগ করে দায়িত্ব পালন করেছে।
গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী ইজতেমা শুরু হয়।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here