সংবাদ ডেস্ক :: শক্তিশালী ভূমিকম্পের আঘাতে আবারও কেঁপে উঠেছে ইরান। শনিবার ৫ দশমিক ১ মাত্রার ভূমিক্মপ আঘাত এনেছে। কেরমানশাহ প্রদেশ থেকে ৩২০ মাইল দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। কয়েকদিন আগেই এই প্রদেশে ভূমিকম্প আঘাত এনেছিল।

শনিবার কেরমানশাহ প্রদেশের ‘কাসর শিরিন’ শহরও ৪.১ মাত্রার ভূকম্পনে কেঁপে ওঠে। তবে ওই শহরে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সারপোল যাহাব শহরের জরুরি চিকিৎসা বিভাগের প্রধান হোসেইন আজিজি জানিয়েছেন, শনিবার রাতের ভূমিকম্পে আহত আটজনকে শহরের ‘শোহাদা’ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ভূমিকম্পে সারপোল যাহাব শহরের বেশ কিছু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ১২ নভেম্বর সারপোল যাহাব শহরসহ ইরানের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে অন্তত ৬০০ জন নিহত ও ১২ হাজারের বেশি লোক আহত হয়েছিলেন।

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here