সংবাদ ডেস্ক :: রাজধানীর ফার্মগেটে রাইদা পরিবহনের একটি বাসে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে থাকা গ্যাস বেলুন বিস্ফোরণে আট কর্মী অগ্নিদগ্ধ হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় আল রাজী হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাতপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে। দগ্ধরা হলেন- আকাশ, রানা, রিফাত, রায়হান, মেহেদি হাসান, রওশন, সৌরভ ও কাব্য।
ছাত্রলীগ সূত্র জানায়, ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নিতে বাসভাড়া করে আসছিলেন তারা। সবার হাতেই ছিল গ্যাসের বেলুন। হঠাৎ করেই বেলুনগুলো ফুটতে শুরু করে আর তারপরই বাসের ভেতর আগুন ধরে যায়।

বাসের ভেতর কয়েকজন সিগারেট খাচ্ছিল। তা থেকেই মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে তিন-চারটি সিট পুড়ে যায়। এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আহতরা ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here