সংবাদ ডেস্ক :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতারের ঘটনায় থানায় হামলা ও ভাঙচুর করেছে একদল যুবক। বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়ে পুলিশ।

গ্রেফতাররা হলেন, বানিয়াচং উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল মিয়া এবং ছাত্রলীগ নেতা রাজিব আহমেদ।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিকেলে ৫ ও ৬ নম্বর বাজার ভূমি অফিসের অফিস সহায়ক আলী আক্তারকে তুচ্ছ বিষয় নিয়ে মারধর করেন মো. বাবুল মিয়া। এ ঘটনায় আলী আক্তার বাদী হয়ে তাৎক্ষণিক বানিয়াচং থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের পরপরই পুলিশ বাবুল মিয়া ও সাবেক ছাত্রলীগ নেতা রাজিব আহমেদকে গ্রেফতার করে।

তিনি বলেন, বাবুল ও রাজিবকে গ্রেফতারের প্রতিবাদে সন্ধ্যায় থানা ঘেরাও করে হামলা ও ভাঙচুর চালায় উপজেলা ছাত্র ও যুবলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে পিছু হটে হামলাকারীরা।

1 COMMENT

  1. … [Trackback]

    […] There you can find 5324 additional Info on that Topic: dailyshongbad.com/2018/01/05/যুবলীগ-নেতাকে-গ্রেফতার-ক/ […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here