সংবাদ ডেস্ক ::সিলেট শহরের টিলাগড় এলাকার ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। ঘটনাস্থলে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা শুরু হয়েছে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’ কলেজ চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, এমসি কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করার প্রস্তুতি নিচ্ছিল দুই পক্ষ। এর এক পক্ষ সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের অনুসারী, অন্য পক্ষ জেলা আওয়ামী লীগের নেতা অ্যাড রণজিৎ সরকারের অনুসারী। তারা উভয়েই টিলাগড়ে আওয়ামী লীগের শীর্ষ নেতা।