সিলেট:  সিলেটে ছাত্রদল নেতা আবুল হাসনাত শিমু (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) দিনগত রাতে নিহতের মামা তারেক আহমদ লস্কর বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন।

মহানগর ছাত্রদল নেতা নাবিল রাজা চৌধুরীকে প্রধান আসামি ও মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজি মেরাজকে দ্বিতীয় আসামি করে দায়ের করা মামলায় অপর আসামিরা হলেন- ছাত্রদল কর্মী মিজানুর রহমান, জাহেদ আহমদ, ইমাদ উদ্দিন, জাকি, নাহিয়ান রিপন, তুষারসহ অজ্ঞাত আরও ৬ থেকে ৭ জন।

সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাত্রদল নেতা শিমু হত্যা মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

গত সোমবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলে অংশ নেয় শিমু। এ সময় ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে মারামারি শুরু হলে তার বুকে ছুরিকাঘাত করা হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শিমু নগরের আরামবাগ এলাকার আব্দুল আজিজের ছেলে ও সিলেট নগরের ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here