সংবাদ ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সমাজকর্ম বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী ‘সমাজকর্ম ও টেকসই সামাজিক উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এই সম্মেলনের উদ্বোধন করেন।
প্রধান অতিথির প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান সরকার সমাজের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজ ও দেশের উন্নয়নের প্রচুর অর্থ ব্যয় করা হচ্ছে। উন্নয়ন কর্মসূচি টেকসই করতে গবেষকদের ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, বিগত কয়েক বছরে দেশের অনেক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। দারিদ্র্যতার হার অনেক কমেছে। তবুও দেশের মোট জনসংখ্যার ২২-২৩% লোক দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন করছে। সরকার টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে কাজ করছে। তাই এ সম্মেলন সরকারের উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হতে পারে।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এমডিজিতে ভালো করেছি এবং এসডিজিতেও ভালো করবে। তবে এজন্য একাডেমিক গবেষণা প্রয়োজন রয়েছে। এ সম্মেলন এক্ষেত্রে সহায়ক ভূমিকার পালন করবে।
সম্মেলন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ইসমাইল হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ইন্টারন্যাশন্যাল অ্যাসোসিয়েশন অব স্কুল অব সোশ্যাল ওয়ার্কের সভাপতি প্রফেসর ড. আনামারিয়া কামপানিনি, আমেরিকান ইনিস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের সভাপতি প্রফেসর ড. গোলাম এম মাতবর, শাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবদুল গনি, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ফয়সাল আহম্মদ ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. তুলসী কুমার দাস।
উল্লেখ্য, আন্তর্জাতিক এ সম্মেলনের ২৫টি টেকনিক্যাল সেশনে আমেরিকা, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, ইটালি, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, ভারতসহ দেশ-বিদেশের গবেষকগণ সমাজকর্ম, উন্নয়ন ও সামাজিক সমস্যা বিষয়ক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।