সংবাদ ডেস্ক :: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ২০১৬ সালের বিএ ও বিএসএস পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪২ হাজার ৭৩৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা ২৬ হাজার ৯২৫ জন। পাশের হার ৬৩ দশমিক ০১। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ১৪ হাজার ৬২ জন ছাত্র এবং ১২ হাজার ৮৬৩ জন ছাত্রী। বিএ ও বিএসএস প্রোগ্রামে এ বছর ৬টি সেমিস্টারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৪৬২ জন। বাউবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সিজিপিএ http://www.bou.ac.bd/result.php এই ঠিকানায় পাওয়া যাবে। এছাড়াও SMS-এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য boustudent ID (11digits without any space, for example 13023810001) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে।
… [Trackback]
[…] There you can find 26285 additional Information to that Topic: dailyshongbad.com/2018/01/04/বাউবির-বিএ-ও-বিএসএস-পরীক/ […]
… [Trackback]
[…] Find More on on that Topic: dailyshongbad.com/2018/01/04/বাউবির-বিএ-ও-বিএসএস-পরীক/ […]