সংবাদ ডেস্ক ::  বিএনপি শুক্রবার (০৫ জানুয়ারি) সমাবেশ করতে চাইলে ঘরোয়া পরিবেশে করতে হবে। এদিন তাদের উন্মুক্ত স্থানে সমাবেশের অনুমতি দেয়া হবে না। বিএনপি প্রতিনিধিদের এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাত শেষে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপিকে কালকের উন্মুক্ত স্থানে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। তবে বিএনপি চাইলে ইনডোরে যেকোনো সময় কর্মসূচি পালন করতে পারবে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন করতে হলে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হবে। তিনি বলেন, ডিএমপি কমিশনারের সঙ্গে আমাদের সব বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়েছে। আমরা চাইলে যে কোনো দিন সমাবেশ করতে কোনো সমস্যা নেই বলে আশ্বাস দিয়েছেন। তবে সেটা ইনডোরে করতে হবে। এই মুহূর্তে বাইরে কর্মসূচি করা যাবে না। আর সোহরাওয়ার্দী উদ্যানে করতে চাইলে আমরা জানুয়ারির শেষ সপ্তাহে করতে পারবো। এখন আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ডিএমপিকে জানানোর কথা বলে এসেছি। শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা আছে কি না এমন প্রশ্নে এ্যানী বলেন, আমরা নয়াপল্টনে সমাবেশ করার কথা বলেছিলাম। তবে রাস্তায় এই মুহূর্তে সমাবেশ না করতে ডিএমপি কমিশনার আমাদের অনুরোধ করেছেন। প্রতিনিধি দলে আবুল খায়ের ভুঁইয়া ও আব্দুস সালাম ছিলেন।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here