কিছু মৃত্যু শুধু নশ্বর সময়ের ইতি টানে। কেউ কেউ বেঁচে থাকাকে এমনভাবে উদযাপন করেন, মৃত্যুর পরও তাঁর পরশ মিশে থাকে অন্যদের জীবনের ছন্দে। ২০১৭ সালে যাঁরা চলে গেছেন, তাঁদের নিয়েই এই শ্রদ্ধার্ঘ্য।

রাজ্জাক

বাংলা চলচ্চিত্রের আইকন নায়করাজ রাজ্জাক। ‘বেহালা’ থেকে ‘কার্তুজ’ তাঁকে ঠাঁই করে দিয়েছে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে। ৭৫ বছর বয়সে ২১ আগস্ট চিরবিদায় নেন তিনি।

সুরঞ্জিত সেনগুপ্ত

অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। সাতবারের জাতীয় সংসদ সদস্য। সংবিধান বিশেষজ্ঞ সুরঞ্জিত সেনগুপ্ত ৫ ফেব্রুয়ারি ৭৮ বছর বয়সে চলে যান অন্যলোকে।

আনিসুল হক

লন্ডনের ওয়েলিংটনে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে বিদায় নেন  ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ব্যবসায়ী আনিসুল হক। দিনটি ছিল ৩০ নভেম্বর।

বারী সিদ্দিকী

শুয়াচান পাখির অমর বাঁশুরিয়া বারী সিদ্দিকী ২৪ নভেম্বর ৬৩ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান।

আবদুল জব্বার

একাত্তরের কণ্ঠশিল্পী আবদুল জব্বার ৩০ আগস্ট ৭৯ বছর বয়সে চলে যান পৃথিবীর মায়া ছেড়ে।

লাকী আখন্দ

ফেরানো গেল না তাঁকে। ক্যানসারের সঙ্গে লড়াই করে হেরে যান সুরকার ও সংগীতশিল্পী লাকী আখন্দ। না-ফেরার দেশে যান ২১ এপ্রিল।

সুধীন দাশগুপ্ত

বরেণ্য সংগীতজ্ঞ সুধীন দাশগুপ্ত। ২৭ জুন চলে যান ৮৭ বছর বয়সে।

আবদুল্লাহ খালিদ

ভাস্কর আবদুল্লাহ খালিদ। অপরাজেয় বাংলার এই কারিগর না-ফেরার দেশে যান ২০ মে। বয়স হয়েছিল ৭৫ বছর।

দ্বিজেন শর্মা

তিনি নিসর্গসখা। অধ্যাপক দ্বিজেন শর্মা। ১৫ সেপ্টেম্বর ৮৪ বছর বয়সে না-ফেরার দেশে গেলেন।

মহিউদ্দিন চৌধুরী

বর্ষীয়ান রাজনীতিবিদ, চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ৭৪ বছর বয়সে ১৪ ডিসেম্বর চিরবিদায় নেন।

আরো অনেকে

২৯ এপ্রিল আমরা হারিয়েছি বাচিক শিল্পী ও মুক্তিযোদ্ধা কাজী আরিফকে। কবি ও লেখক শান্তনু কায়সার চলে যান ১১ এপ্রিল। ষাটের কবি ও সাংবাদিক সাজ্জাদ কাদির ৬ এপ্রিল বিদায় নেন পৃথিবী থেকে। সংগীত-গবেষক করুণাময় গোস্বামী মারা যান ৩০ এপ্রিল। নৃত্যগুরু রাহিজা খানম ঝুনু মারা যান ২৬ নভেম্বর। মামা গেরিলা বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা শহীদুল হক চলে যান ৩০ জুন। মুক্তিযুদ্ধে নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা জিয়া উদ্দীন আহমেদ মারা যান ২৮ জুলাই। লেখক ও ভাষাবিজ্ঞানী অধ্যাপক রাজীব হুমায়ূন ৬৬ বছর বয়সে মারা যান ৪ জুলাই। সচিত্র সন্ধানীর সম্পাদক ও প্রকাশক গাজী শাহাবুদ্দিন ৯ জুন চলে যান না-ফেরার দেশে। ১৭ জুন ও ১১ মার্চ চলে গেলেন সাবেক পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী ও মিজারুল কায়েস।  সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস ৩ নভেম্বর মারা যান।  বিএনপি নেতা এম কে আনোয়ার পৃথিবীকে বিদায় জানান ২৩ অক্টোবর। এ ছাড়া আমরা হারিয়েছি গায়ক গীতিকার, সুরকার কুটি মনসুর, অভিনেতা মিজু আহমেদ, সাংবাদিক কাজী সিরাজ, হরিপদ ধানের উদ্ভাবক হরিপদ কাপালী, ফুটবলার অমলেশ সেনসহ আরো অনেককে।

লেখক : সংবাদকর্মী, একাত্তর টেলিভিশন।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here