সংবাদ ডেস্ক :: সিলেট নগরীতে দুর্বৃত্তের হামলায় মা-ছেলে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হচ্ছেন মোছাম্মৎ মমিনা বেগম (৫০) ও তার ছেলে মো. হেলাল উদ্দিন (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর কাজিটুলা এলাকার মক্তবগলির ৯০নম্বর বাসার মো. আব্দুর রহিমের স্ত্রী মোছাম্মৎ মমিনা বেগম ও তার ছেলে মো. হেলাল উদ্দিনকে গাড়ি বেচা কেনার জের ধরে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়।

মো. আব্দুর রহিম জানান, একটি প্রাইভেট কার বেচা-কেনার জের ধরে এই হামলা চালানো হয়। হামলাকারীরা তাদের পূর্বের পরিচিত একই গলির ৫১/এ নং বাসার মো. রাসেল আহমদ (৩০), শাহী ঈদগাহ’র শহীদ ভিলার মো. সিরাজ মিয়ার ছেলে নিপ্পন (২৮) সহ তাদের সাথে থাকা ১০/১২ জন হঠাৎ করে এসে তাদের উপর এলোপাতাড়িভাবে হামলা চালায়।

সিলেট কোতোয়ালি থানার ওসি মো. গৌছুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তিনি আইনানুগ ব্যবস্থা নিবেন।-তথ্য সূত্র আমাদের সিলেট ডটকম

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here