সংবাদ ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন করার সময়সীমা শেষ হচ্ছে আজ রবিবার।
এখন পর্যন্ত নতুন দলের নিবন্ধনের জন্য বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ (বাকশাল), বাংলাদেশ আলোকিত পার্টি, বাংলাদেশ মঙ্গল পার্টি, বাংলাদেশ পিপলস্ ডেমোক্রেটিক পার্টি (বিপিডিপি), বাংলাদেশ সমাধান ঐক্য পার্টি, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ইসলামিক গাজী; বাংলাদেশ জনতা পার্টি; জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি; বাংলাদেশ জালালী পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনসহ (এনডিএম) বেশ কয়েকটি দলের নামে আবেদন জমা পড়েছে।
যে দলগুলো নির্ধারিত শর্ত পূরণ করবে সেগুলোকে নিবন্ধন দেওয়া হবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, গত ৩০ অক্টোবর ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিবন্ধনের আবেদনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। জমাকৃত আবেদনগুলো যথাযথভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে শর্ত পূরণ হলেই কেবল নতুন দলের নিবন্ধন দেওয়া হবে।
খতিয়ে দেখা হবে তাদের মাঠপর্যায়ের অফিসসহ সকল বিষয়। এক নেতা, এক দল- এমন কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হবে বলে ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
… [Trackback]
[…] Information on that Topic: dailyshongbad.com/2017/12/31/রাজনৈতিক-দলের-নিবন্ধন-আব/ […]
… [Trackback]
[…] Read More on that Topic: dailyshongbad.com/2017/12/31/রাজনৈতিক-দলের-নিবন্ধন-আব/ […]