সংবাদ ডেস্ক :: সিলেট প্রেসক্লাবের ২০১৮-২০১৯ সালের নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর ২০১৭ শনিবার অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত। ভোটার ১১৩ জন। গতকাল শনিবার (৯ ডিসেম্বর) প্রেসক্লাব কার্যালয় থেকে নির্ধারিত মূল্যে বিকেল ২ টা থেকে ৪ টা পর্যন্ত ১১টি পদের বিপরীতে ৩৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে প্রার্থীরা। রবিবার (১০ ডিসেম্বর) বিকেল ৩ টা থেকে ৪টার মধ্যে প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দেবেন। মনোনয়পত্র প্রত্যাহারের তারিখ ১৩ ডিসেম্বর বুধবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, এ বিষয়ে গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় এমন সময়সূচি চূড়ান্ত করা হয়। নির্বাচনী তফসিল ইতোমধ্যে প্রেসক্লাবের নোটিশ বোর্ডে টানানো হয়েছে। বিস্তারিত নোটিশ বোর্ড থেকে জানা যাবে। নির্বাচন পরিচালনার জন্য সিলেট প্রেসক্লাবের আইন উপদেষ্টা ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল¬াহ শহিদুল ইসলামকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (বøাস্ট) এর কো-অর্ডিনেটর এডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী ও এডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here