সংবাদ ডেস্ক :: সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনায় এবার পুলিশের এক সোর্সকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেটের গোলাপগঞ্জ থেকে শাহজাহান (২৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় চুরি হওয়া মোটরসাইকেলসহ পুলিশের এসআই সমীরণ সিংহকে হাতেহানে আটক করা হয়। আটকের পর তাকে সাময়িক প্রত্যাহার করা হয়। গত ২০ ডিসেম্বর নগরীর মানিকপীর সড়ক থেকে চুরি হয় এনটিভি’র সিলেট প্রতিনিধি মারুফ আহমদের মোটরসাইকেল।

সমীরণের দাবি, সোর্স শাহজাহানই তাকে চোরাই মোটরসাইকেলটি দিয়েছিলো।

এদিকে বৃহস্পতিবার রাতেই পুলিশের অপর একটি দল মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালায় মোটরসাইকেল চোরচক্রের সিন্ডিকেটের সদস্য নাসিরের খোঁজে। পুলিশ নাসিরকে না পেয়ে তার দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃত শাহাজাহান গোলাপগঞ্জের কানিশাইল নয়াপাড়া গ্রামের সাইফুর রহমানের ছেলে।

গোলাপগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়-শাহজাহান গোলাপগঞ্জসহ সিলেট মহানগর পুলিশের সোর্স হিসেবে কাজ করে। একাধিক অপরাধের সাথেও সে জড়িত। সিলেটের মোটরসাইকেল চোরচক্রের সাথে তার সখ্যতা রয়েছে। সম্প্রতি সে গোলাপগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলো মোটরসাইকেল সংক্রান্ত একটি ঘটনায়।

কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জ থেকে শাহজাহানকে গ্রেপ্তার করেছে। সে চুরির মোটরসাইকেলটি বড়লেখার নাসিরের কাছ থেকে নিয়ে পুলিশের এসআই (প্রত্যাহার) সমীরণ সিংহকে দেয়। পুলিশ গ্রেপ্তারকৃত শাহজাহানকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

তিনি আরও জানান, বড়লেখায় পুলিশ অভিযান চালিয়ে নাসিরকে না পেয়ে তার দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে এসেছে।

উল্লেখ্য, এসআই সমীরণ সিংহের কাছ থেকে সাংবাদিক মারুফ আহমদের চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় তাকে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রত্যাহার করা হয়।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here