সংবাদ ডেস্ক :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. মাসুক আহমদ বিজয়ী হয়েছেন। তিনি ৫ হাজার ৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ফয়াজ আলী ঘোড়া প্রতীকে তিন হাজার ৮৭২টি ভোট পেয়েছেন। আর ধানের শীষের প্রার্থী আলহাজ্জ বাবুল আহমদ বাবুল ১৮৭ ভোট পেয়েছেন ও আনারস প্রতীকের প্রার্থী আব্দুল আলিম সেলু ৭ ভোট পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে রিটার্নিং অফিসার জুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক এ ফল ঘোষণা করেন।
ভোটের ফল ঘোষণাকালে এ কর্মকর্তা বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সব কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। স্বতঃস্ফূর্তভাবে মহিলা এবং পুরুষরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
… [Trackback]
[…] There you can find 77398 more Information to that Topic: dailyshongbad.com/2017/12/28/মৌলভীবাজারে-৭নং-ফুলতলা-ই/ […]
… [Trackback]
[…] Find More Information here to that Topic: dailyshongbad.com/2017/12/28/মৌলভীবাজারে-৭নং-ফুলতলা-ই/ […]