ফাইল ছবি

 

সংবাদ ডেস্ক :: দিরাইয়ে ফাঁদ পেতে মেছোবাঘ আটক করা হয়েছে। গত মঙ্গলবার ভোরে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর (ইসলামপুর) গ্রামে ফাঁদ পেতে মেছোবাঘ আটক করা হয়।
জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর (ইসলামপুর) বাবুল মিয়ার ছেলে মো. জহুর হোসেন খামার বাড়িতে ফাঁদ পেতে রাখে। ভোরে সেই ফাঁদে মেছোবাঘটিকে আটকা পড়ে।
এলাকার লোকদের সাথে কথা বলে জানা যায়, বহুদিন ধরে বাঘটি বিভিন্ন বাড়ির হাঁস, মুরগি খেয়ে সাবাড় করছিল। জহুর হোসেন হাঁসের খামারে ফাঁদ পেতে রাখলে তাতে এই মেছোবাঘটি ধরা পড়ে।
পরে আটককৃত মেছোবাঘটি দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। আটককৃত মেছো বাঘটি বন বিভাগে পাঠানো হবে বলে জানা গেছে।

2 COMMENTS

  1. … [Trackback]

    […] Here you will find 86228 more Information to that Topic: dailyshongbad.com/2017/12/28/দিরাইয়ে-মেছোবাঘ-আটক/ […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here