সংবাদ ডেস্ক ::  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওর ও সীমান্তবর্তী অন্ধকারাচ্ছন্ন গ্রামগুলো এখন সৌরবিদ্যুতের আলোয় ঝলমল করছে। বিদ্যুৎ সুবিধাবঞ্চিত এ জনপদের মানুষ নিরুপায় হয়ে বাড়ি-ঘর আলোকিত করছেন সৌরবিদ্যুতের আলোয়।

জানা যায়, প্রচন্ড তাপদাহে সারাদেশের মানুষ যখন লোডশেডিং আতঙ্কে কাটে, তখন ওই এলাকার মানুষ নির্বিঘ্নে জ্বালিয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ। প্রযুক্তির উৎকর্ষের ফলে নিম্ন আয়ের লোকজন এ সুবিধা ভোগ করতে পারছেন।

সৌরবিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ও ব্যবহার কারীদের সাথে কথা বলে জানা যায়, একটা সময় সীমান্তের মানুষের কাছে যা ছিল শুধু স্বপ্ন, আজ তা সৌরবিদ্যুতের কল্যাণে বাস্তবে রূপ নিয়েছে। এখন গ্রামের পর গ্রাম আলোকিত হচ্ছে সৌরবিদ্যুতের আলোয়। যদিও তাদের বিদ্যুত চাহিদা রয়েই গেছে।

এ প্রসঙ্গে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম আক্ষেপের সুরে বলেন, উপজেলার একাধিক গ্রামে বিদ্যুত ব্যবস্থা চালু হলেও প্রাচীনতম শ্রীপুর বাজার ও আশপাশের এলাকা, স্থানীয় ইউপি পরিষদ ভবনসহ একাধিক স্থাপনায় আজো বিদ্যুত সুবিধাবঞ্চিত।

অবহেলিত এ জনপদকে সম্পূর্ণ বিদ্যুতায়িত করতে জনবান্ধব সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন এই জনপ্রতিনিধি।

সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সুবিধাবঞ্চিত ৭০ শতাংশ মানুষকে বিদ্যুতায়িত করতে বিশ্বব্যাংকের সহায়তায় রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের (আরএসএফ) উদ্যোগে গ্রামীণশক্তি তাহিরপুর উপজেলায় বিচ্ছিন্ন গ্রামগুলোর মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করে। ২০০২ সালের ডিসেম্বরে উপজেলার সীমান্ত সংলগ্ন কলাগাঁও বাজারে গ্রামীণশক্তি প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করে।

বর্তমানে উপজেলার কলাগাঁও, শ্রীপুর উত্তর, নয়াবন্দ, শিবরামপুর, লালঘাট, চারাগাঁও, মাটিকাটাসহ তিন শতাধিক গ্রামে এর বিস্তৃতি রয়েছে।
গ্রামীণ শক্তি অফিস ও রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন অফিস সূত্র জানায়, বর্তমানে উপজেলায় আট হাজারের মতো পরিবারকে তারা সৌরবিদ্যুৎ সুবিধার আওতায় আনতে সক্ষম হয়েছেন।

সৌরবিদ্যুৎ ব্যবহারকারী জয়পুর গ্রামের বাসিন্দা আহমদ কবির, শ্রীপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক ও মানবাধিকারকর্মী রাজু আহমেদ রমজানসহ অনেকের সঙ্গে কথা বললে তারা বলেন, যেহেতু তাদের এলাকায় বিদুৎ নেই তাই তারা নিরুপায় হয়েই সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন।

তারা বলেন, লোডশেডিংয়ের কোন চিন্তা না থাকায় সৌরবিদ্যুৎ ব্যবহার করে টেলিভিশন, ফ্যান, সিডি, মোবাইল চার্জ এমনকি কম্পিউটার ও চালাতে পারছেন।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here