সংবাদ ডেস্ক :: দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তিনটি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ। প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও দোয়া চাচ্ছেন। গত রাত ১২টার পর থেকে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারণা। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দেব।

ইউনিয়ন গুলো হল: জীবননগরের উপজেলার উথলী, মনোহরপুর ও কেডিকে ইউনিয়ন পরিষদ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উথলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কেডিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত সদস্য পদে ৯ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা, ধানের শীষ ও বিদ্রোহী প্রার্থীদের মধ্য ত্রি-মুখি ভোটযুদ্ধের সম্ভবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here