সংবাদ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় সফিক মিয়া (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও এক ইউপি সদস্য আহত হয়েছেন। নিহত সফিক উপজেলা সদরের পার্শ্ববর্তী মোল্লারগাঁওয়ের মৃত মকরম আলীর ছেলে। পেশায় তিনি দর্জির কাজ করেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে ওইদিন বিকেল সাড়ে ৩টায় বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় একটি কমিউনিটি সেন্টার থেকে মোটরসাইকেলযোগে রশিদপুর যাওয়ার পথে পেছন থেকে একটি নোহা গাড়ি ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলচালক ইউপি সদস্য ফজর আলী (৩৮) ও আরোহী সফিক মিয়া আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সফিক মিয়ার মৃত্যু হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here