সংবাদ ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরশাদ আলী (৩৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের রুসমত আলীর ছেলে।
মঙ্গলবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মৃত্যুবরণ করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বাড়ির সামনে নিজের সবজি খেতে কাজ করছিলেন এরশাদ আলী। এসময় একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে কাসেম ও আমিনের সঙ্গে খেতে গরু প্রবেশ নিয়ে বাকবিতণ্ডা হয় তার।
এক পর্যায়ে কাসেম ও আমিন বাঁশের লাঠি দিয়ে এরশাদকে পেটাতে থাকেন। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান খাঁন জানান, পিটিয়ে হত্যার খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
… [Trackback]
[…] There you will find 68881 additional Information to that Topic: dailyshongbad.com/2017/12/27/কোম্পানীগঞ্জে-কৃষককে-পিট/ […]