সংবাদ ডেস্ক ::  মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৮ জানুয়ারী সোমবার অনুষ্ঠি

সোমবার বিকেলে শ্রীমঙ্গল প্রেসক্লাবের এমবিএ বেলাল ও গোপাল দেব চৌধুরী কনফারেন্স হলরুমে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও উপজেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা (চ.দা) মো. সাইফুর ইসলাম তালুকদার।
তিনি তফসিল ঘোষণাকালে জানান, ৮ জানুয়ারী সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা প্রেসক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা শিক্ষা অফিস থেকে ২৭ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন বিতরণ, পরদিন বৃহস্পতিবার মনোনয়ন দাখিল, শনিবার মনোনয়ন যাছাই বাছাই, সোমবার মনোনয়ন প্রত্যাহার এবং পরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
তিনি আরো জানান, প্রেসক্লাব থেকে প্রেরিত ভোটার তালিকা ও গঠনতন্ত্র অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যথারীতি নিয়ম কানুন মানা হবে। এ সময় প্রেসক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

 

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here