সংবাদ ডেস্ক :: প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার উপর হামলা চালিয়ে আহত করেছে নগরীর মাছিমপুর এলাকার কতিপয় সন্ত্রাসী। ওই এলাকায় তীর শিলংসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িত নজরুল ও তার সহযোগীরা এ হামলার নেতৃত্ব দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন। সন্ত্রাসীরা আতার বাসায় ঢুকে ব্যাপক ভাংচুর চালায়। এতে আতাউর রহমান আতার মেয়েসহ প্রতিবন্ধী এক ছেলে আহত হন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর ৬৩ মেন্দিবাগ এলাকার আতাউর রহমান আতার বাসায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নজরুলে বাসায় অভিযান চালালেও তাকে গ্রেফতার করতে পারেনি। তাৎক্ষণিকভাবে বাসায় উপস্থিত হয়ে অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। এ ঘটনায় রাতেই থানায় এজাহার দাখিল করা হয়েছে। প্রবীণ সাংবাদিক আতার উপর হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।