সংবাদ ডেস্ক :: জনপ্রশাসনে পদোন্নতি চলছেই। পদ না থাকলেও জনপ্রশাসনে পদোন্নতি থামছে না। ১১ দিন আগে পর্যাপ্ত পদ ছাড়াই ১৩০ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব করা হয়েছে। সেটা নিয়ে আলোচনা শেষ হতে না হতেই বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে যুগ্ম সচিব পদে আরো ১৯৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে এ বিষয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ১৮৯ জন দেশে আছেন। চারজন কর্মকর্তা বিদেশে বিভিন্ন দপ্তর ও দূতাবাসে কর্মরত।
গত কয়েক বছর ধরে জনপ্রশাসনে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে নজিরবিহীন পদোন্নতির ফলে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। পদোন্নতি পেলেও কর্মকর্তারা এক স্তর বা ক্ষেত্রবিশেষে দুই স্তর নিচেও কাজ করছেন। তারপরও এ ধরনের পদোন্নতি চলছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, শিগগিরই উপসচিব পদেও আরেক দফায় পদোন্নতির প্রক্রিয়া চলছে।
… [Trackback]
[…] Find More Info here to that Topic: dailyshongbad.com/2017/12/22/পদ-না-থাকলেও-পদোন্নতি-চলছ/ […]