সংবাদ ডেস্ক :: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৯৩টি কেন্দ্রের মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ১৪০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায়- জাতীয় পার্টির (এ) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখ ২৩ হাজার ৫৪০ ভোট, আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু ৪৯ হাজার ১৩৩ ভোট, বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা ৩০ হাজার ভোট পেয়েছেন। নির্বাচন অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

অধিকাংশ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টুর চেয়ে দিগুণের বেশি ভোটে এগিয়ে আছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ফলে রংপুর সিটি করপোরেশনে জাতীয় পার্টির প্রার্থী মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৯৩টি ভোটকেন্দ্রের ১ হাজার ১২২টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোট ভোটারের মধ্যে ৭০ শতাংশ ভোটার তাদের ভোট প্রদান করেছেন। বিভিন্ন কেন্দ্রের বেসরকারি ফলাফলে জাতীয় পার্টির (এ) প্রার্থী মোস্তফাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। এই নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে সাত প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৬ জন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here