শাবি সংবাদদাতা :: শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসন, আবাসিক হল নির্মাণ, ক্যাফেটেরিয়া ও ডাইনিংয়ে খাবারের খরচ কমানোসহ বিভিন্ন দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শাখা ছাত্রফ্রন্ট। মানববন্ধন শেষে সেখানে সংক্ষিপ্ত আকারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাখা সাধারণ সম্পাদক নাজিরুল আজমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, শাখা সভাপতি প্রসেনজিৎ রুদ্র, নগর সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমদ, সাংস্কৃতিক সংগঠন বায়ান্ন-একাত্তর সভাপতি খইরুম কামেশ্বর, ছাত্রফ্রন্ট সদস্য তৌহিদুজ্জামান জুয়েল ও এম কে মুনিম প্রমুখ।

এসময় অবিলম্বে পরিবহন সংকট নিরসন, আবাসিক হল নির্মাণ, ক্যাফেটেরিয়া ও ডাইনিংয়ে খাবারের খরচ কমানোসহ বিভিন্ন দাবি জানান শিক্ষার্থীরা।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here