মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বড়লেখার সুজা নগরের ভোলাকান্দি গ্রামের নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, কাতার প্রবাসী আকামত আলীর স্ত্রী মাজেদা বেগম (২৫), তার মেয়ে লাবণী (৫) ও ছেলে ফারুক (৩)। মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ কর্মকর্তা ইউছুফ রাত সাড়ে ৯টায় সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ছেলের লাশ ঘরের মেঝে এবং মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তাছাড়া ঘরের জিনিসপত্র এলোমেলো আছে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখন বলা যাচ্ছে না। বলা যেতে পারে রহস্যজনক মৃত্যু।’

তিনি আরও বলেন, ‘তদন্ত চলছে। এ ঘটনায় কাউকে এখনও আটক করা যায়নি। পুলিশের ধারণা ঘটনাটি দিনের বেলা ১টা থেকে ৩ টার মধ্যে ঘটে থাকতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here