সংবাদ ডেস্ক :: রহস্যজনক নিখোঁজ হওয়ার দুই মাস ১০ দিন পর অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি ডটনিউজের সাংবাদিক উৎপল দাসের খোঁজ মিলেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকা থেকে স্বজন ও ঘনিষ্ঠ সহকর্মীদের সঙ্গে নিজের মোবাইল ফোন নম্বরে কথা বলেন।

এরপর তিনি নরসিংদীর রায়পুরা এলাকায় নিজের বাড়িতে যাচ্ছেন বলে জানান। নিজের ফিরে আসার কথা জানিয়ে উৎপল তাঁর ঘনিষ্ঠদের বলেন, রাত ১২টার দিকে কে বা কারা তাঁকে ভুলতা এলাকায় রেখে যায়। তবে পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভালো আছি। বেড়াতে বের হয়েছিলাম। ’ আবার বলেন, ‘আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম—এ প্রশ্ন করবেন না। ’ তবে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তাঁর ফিরে আসার খবরেই সহকর্মী ও স্বজনরা স্বস্তি প্রকাশ করেছে। এদিকে উৎপলের ফিরে আসার ব্যাপারে তদন্তকারী পুলিশ কর্মকর্তারা কিছুই জানেন না বলে জানিয়েছেন।
পূর্বপশ্চিমবিডি ডটনিউজের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান বলেন, ‘রাত ১২টার দিকে ওর সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। বুক থেকে পাথর নেমে গেছে।

উৎপল নারায়ণগঞ্জে আছে। বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা হয়েছে। ’
উৎপলের বন্ধু সমকালের সাংবাদিক রাজিব আহমেদ জানান, উৎপল তাঁর সঙ্গে ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কথা বলেছেন। সে সময় জানান, রাত ১২টার দিকে কে বা কারা তাঁকে ভুলতা এলাকায় রেখে যায়। উৎপল এখন নরসিংদীর রায়পুরা এলাকায় নিজের বাড়ির দিকে যাচ্ছেন।

রাত সাড়ে ১২টার দিকে উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস মোবাইলে ফোনে বলেন, ‘উৎপল ফোন করেছে। সে তার মায়ের সঙ্গে কথা বলেছে। সে এখন রূপগঞ্জে। বাড়ি আসছে। ’

উৎপলের মোবাইল নম্বরে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম—এ প্রশ্ন করবেন না। ’ ফোন কাটার আগে তিনি বলেন,‘হ্যাঁ, আমি ভালো আছি। সমস্যা নাই। এখন বাড়ি যাচ্ছি। ’

আরেক সাংবাদিককে উৎপল বলেন, ‘গ্রামের বাড়ি নরসিংদী যাব। আমি ভালো আছি। বেড়াতে বের হয়েছিলাম!’

রাতে যোগাযোগ করা হলে মতিঝিল থানার ওসি ওমর ফারুক বলেন, ‘আমরা বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। খবর পেলাম। এখন খোঁজ নিচ্ছি। ’ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার অফিস ও রূপগঞ্জ থানায় যোগাযোগ করেও এ ব্যাপারে তথ্য পাওয়া যায়নি।

গত ১০ অক্টোবর রাজধানীর মতিঝিলে তাঁর কর্মস্থল পূর্বপশ্চিমবিডি ডটনিউজ অফিস থেকে বের হওয়ার পরই নিখোঁজ হন উৎপল দাস। নিখোঁজের ঘটনায় ১২ অক্টোবর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করে পূর্বপশ্চিমবিডি ডটনিউজ পোর্টাল কর্তৃপক্ষ। আরেকটি ডায়েরি করা হয় তাঁর পরিবারের পক্ষ থেকে। এরপর তাঁকে খুঁজে বের করার দাবিতে সাংবাদিকরা নানা কর্মসূচি পালন করে আসছেন। এর আগে গত ৫ নভেম্বর উৎপলকে টাঙ্গাইলে পাওয়া গেছে বলেও গুজব ছড়ানো হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here