সংবাদ ডেস্ক ::  সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের হাসানকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান ও সহকারী কমিশনার (ভূমি) পারভেজ মল্লিক জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে মোবাশ্বের হাসানকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

বুধবার সকাল ৯ টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জিয়াকুলি এলাকার ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল ইউএনওকে।

প্রশাসনিক সভায় যোগ দিতে সালথা থেকে ফরিদপুরে যাচ্ছিলেন ইউএনও মোবাশ্বের হাসান। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায় তাকে বহনকারী সরকারি জিপগাড়ি। এতে তিনি ও গাড়ির চালক হাসমত আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here