সংবাদ ডেস্ক :: সাব্বির জন্মগতভাবে চোখের রোগে আক্রান্ত। বর্তমানে ডান চোখ ক্যান্সারে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে। বাম চোখও নষ্ট হওয়ার পথে। ভারতে নিয়ে তাকে জরুরি চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। আর এ চিকিৎসায় কমপক্ষে ২০ লাখ টাকা ব্যয় হবে। কথাগুলো বলছিলেন সাব্বিরের বাবা পহিরুল ইসলাম। তিনি পেশায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী ইলেকট্রিশিয়ান।

পহিরুল ইসলাম আকুতি করে বলেন, পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ যিনি তার সন্তানের চিকিৎসা করাতে অক্ষম। নিষ্পাপ মায়াভরা দুটো চোখে পৃথিবী আবারো দেখতে পাবে তো সাব্বির?। তার ছেলের সুচিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। বলেন,আমার জন্য কঠিন হলেও সবার জন্য কখনো কঠিন নয়। সবার ভালোবাসায় সন্তানকে ফিরে পেতে চান অসহায় পিতা।

আর্থিক সাহায্যের জন্য সোনালী ব্যাংকের শাবিপ্রবি শাখার হিসাব নম্বর ৩৪০৫৮৭৩৫ এ পাঠানো যাবে। যেকোনো তথ্য ও সহযোগিতার জন্য শিশু সাব্বিরের বাবার মোবাইল ও বিকাশ নাম্বার ০১৭১৯২৩৭৫০৭ তে যোগাযোগ করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here