হবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জের বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে বিল্পব কুমার শীল (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দোপারহাট গ্রামের যতিন্দ্র কুমার শীলের ছেলে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার সংবাদ মাধ্যমকে জানান, বিকেলে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করতে গেলে ঢাকাগামী সুরমা পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা বিপ্লব মারা যান।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।