বিনোদন ডেস্ক :: ভারতে অনুষ্ঠিতব্য ‘থার্ড আই এশিয়ান চলচ্চিত্র উৎসব’-এ আমন্ত্রণ পেয়েছে অনিমেষ আইচের ছবি ‘ভয়ংকর সুন্দর’। আগামী ২১ ডিসেম্বর থেকে নয় দিনের আয়োজনে ২৪ তারিখে ছবিটির প্রদর্শন হবে। এটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের রবীন্দ্র নাট্য মন্দিরে।

বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ছবির নায়িকা আশনা হাবিব ভাবনা।
জানা যায়, ১৬তমবারের মতো আয়োজিত এ আয়োজনে বাংলাদেশ-ভারতসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ অংশ নেবে। বিশ্ব উষ্ণতা ও খাবার পানি সঙ্কট নিয়ে নির্মিত ‌‘ভয়ংকর সুন্দর’ আয়োজনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এদিকে ‘ভয়ংকর সুন্দর’ চলতি বছরই বাংলাদেশে মুক্তি পায়। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হয় ছোট পর্দার অভিনেত্রী ভাবনার। এর মধ্য দিয়েই প্রথমবার ঢাকার কোনও চলচ্চিত্রে নাম লেখান টালিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির এ ছবির মূল ভাবনা নেওয়া হয়েছে মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ গল্প থেকে। এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, এ্যালেন শুভ্র প্রমুখ।
ছবিটি প্রযোজনা করেছে স্কয়ার ফিল্ম কোম্পানি। এর সংগীত পরিচালনা করছেন ইমন সাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here